লেখক : মাওলানা আশেক ইলাহী বুলন্দশহরী
প্রকাশনী : মাকতাবাতুল হামীদ
বিষয় : ইবাদত, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
অনুবাদ: মুহাম্মদ যাইনুল আবিদীন
পৃষ্ঠা: ১২৭ (হার্ড কভার) শয়তান অত্যন্ত চৌকশ। তার বেশ কিছু কৌশল আছে। প্রথমে জান-প্রাণ দিয়ে চেষ্টা করে মুমিনকে খাঁটি বিশ্বাসের শিবির ছেড়ে কাফিরদের শিবিরে দাঁড় করাতে। যখন এই কাজে ব্যর্থ হয়, তখন তার দ্বিতীয় পদক্ষেপ হয়, ‘কাফির যখন বানাতে পারলাম না, অন্তত পূর্ণ মুমিন যেন না হতে পারে সেই চেষ্টাটাই এখন করতে হবে!’ বান্দার মৃত্যু পর্যন্ত সে তার পেছনে লেগে থাকে। এমনকি সবচেয়ে কঠিন চাল চালে বান্দা যখন মৃত্যুশয্যায়। তাই আল্লাহ্ তাআলা এক কথায় শয়তানের পরিচয় দিয়েছেন—’শয়তান তোমাদের সুস্পষ্ট শত্রু।’ সে সুযোগ বুঝে কোপ দেয়। মুমিনের পথে ওঁত পেতে থাকে। এ ব্যাপারে সে নিরলস। জায়গায় জায়গায় ফাঁদ পাতে। কখনো দুনিয়ার ঝলকানি দিয়ে, কখনো দ্বীনের মোড়কে।তাই মুমিন মাত্রই আমাদের দায়িত্ব শয়তানের ফাঁদ সম্পর্কে সচেতন থাকা। ফাঁদগুলো জানা। এবং এ থেকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া। মাওলানা আশেক ইলাহী বুলন্দশহরী রহ. এই বিষয়ে চমৎকার একটি বই লিখেছেন, ‘শয়তানের ফাঁদ’। এতে তিনি শয়তানের প্রধান প্রধান ৭৮টি ফাঁদ সংক্ষেপে আলোচনা করেছেন। ইন শা আল্লাহ্ শয়তানের ফাঁদ থেকে বেঁচে থাকতে বইটি আমাদের জন্য বেশ উপকারী হবে। এর চমৎকার অনুবাদ করেছেন বাংলাদেশের স্বনামধন্য সাহিত্যিক, আলিম মুহাম্মদ যাইনুল আবিদীন।