লেখক : নকীব মাহমুদ
প্রকাশনী : নাশাত
বিষয় : শিশু কিশোরদের বই
পৃষ্ঠা ৬৮
ইসলামকে উপজীব্য করে এই সময়ের যে তরুণেরা শিশু-কিশোরদের জন্য লিখছেন নকীব মাহমুদ তাদের মধ্যে অন্যতম। ইতিপূর্বে তার রচিত শিশুতোষ সীরাত ‘মুস্তাফা’র বেশ সারা ফেলেছে। ইসলামকে বিষয় হিসেবে নিয়ে যারা শিশু কিশোরদের জন্য লিখছেন, এবং তাদের লেখালেখির পরিমাণ যথেষ্ট, তবে তাদের অধিকাংশের ভাষা-উপস্থাপনা সার্বিক বিচারে শিশু কিশোরের ভাষা নয়। তাদের অধিকাংশের লেখা পাঠে অবধারিতভাবে এ ধারণা জন্মে—তারা শিশু কিশোরের মনস্তত্বটা ঠিক ধরতে পারেননি। সেদিক থেকে লেখক নকীব বেশ সফল। . ‘ছোটদের হজরত আবু বকরে’- তিনি তার সেই শিশুতোষ গদ্যধারা ধরে রেখেছেন পূর্ণ মাত্রায়। এই বাক্যে তিনি অতিরঞ্জন করে ফেলেছেন৷ এই বাক্যটা না লিখেও পারতেন৷ আমি মনে করি—নকীব মাহমুদ মেদবহুল গদ্য বর্জনের দিক থেকে সফল। একজন শিশু সাহিত্যিকের জন্য কাজটা কিন্তু যথেষ্ট কঠিন। শিশু মনে আনন্দ সৃষ্টির জন্য কিছু অতিরঞ্জন করতে হয় বটে; নতুবা তাতে অনেক সময় শিশুতোষ রসের সৃষ্টি হয় না। আমি বলবো—এখানেই নকীব পারঙ্গমতা দেখিয়েছেন। তিনি সেই রস সৃষ্টি করেছেন তবে বাহুল্য বর্জন করে৷ গদ্যের তারল্য ব্যতিরেকে।