উমার ইবনুল খাত্তাব রাযিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- “তোমরা যদি প্রকৃতভাবেই আল্লাহ্ তা'আলার উপর নির্ভরশীল হও তাহলে পাখিদের যেভাবে রিযিক দেয়া হয় সেভাবে তোমাদেরকেও রিযিক দেয়া হবে। এরা সকালবেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যা বেলায় ভরা পেটে ফিরে আসে।” - জামে আত তিরমিযি- ২৩৪৪ ইসলাম শুধু কতিপয় ইবাদতের নাম নয়। ইসলাম কেবল সালাত, সিয়াম, হজ্জ, যাকাতে সীমাবদ্ধ নয়। ইসলাম হল ইবাদত, ধর্ম, সামাজিকতা, চারিত্রিকতা, অর্থনীতি এবং রাজনীতি সম্বলিত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। বর্তমানে আমাদের সমাজে অনেকে সালাত সিয়াম-পালন করেন, কিন্তু মু’আমলাত তথা ব্যবসা-বাণিজ্য ও লেনদেন বিষয়ে ইসলামের বিধান জানার এবং মানার চেষ্টা করেন না। এটাকে গুরুত্বপূর্ণ মনে করা হয় না। ‘রিযক’- বিষয়ে এই বইতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বইটি সংক্ষিপ্ত হলেও প্রায়ই সকল আলোচনা এখানে এসেছে। প্রথমে ‘ইসলামে উপার্জনের মূলনীতি’ সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। অতপর হারাম লেন-দেন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সর্বশেষে রিযক বৃদ্ধির ১৮-টি আমল ও উপায় জানানো হয়েছে।