লেখক : এনামুল করীম ইমাম প্রকাশনী : মাকতাবাতুস সুন্নাহ (বাংলাবাজার) বিষয় : ইসলামী সাহিত্য, গল্প-উপন্যাস এবং সফরনামা লেখক পরিচিতি: মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ পৃষ্ঠাঃ ১৭৫সুলতান মুহাম্মদ আল-ফাতিহ। এ নাম মনে এলে বা কারো মুখে উচ্চারিত হলে স্মৃতির ক্যানভাসে ভেসে ওঠে কয়েকটি পংক্তি। যেগুলো রচনা করেছিলেন ইটালীয় লেখক জর্জ ডলফিন। তিনি লিখেছেন _‘তাকে হাসতে দেখা যেতো খুব কম। ‘তার প্রখর মেধা ছিল সদা জাগ্রত। ‘তিনি একদিকে ছিলেন অত্যন্ত বিনয়ী। ‘তেমনিভাবে তিনি ছিলেন তেজোদীপ্ত ও কঠোর। ‘ঠাণ্ডা-গরম, ক্ষুৎপিপাসা সবকিছুই সহ্য করার অসম্ভব ক্ষমতা ছিলো তার। ‘বলতে গেলে এ ব্যাপারে তার সাথে কারো জুড়ি ছিল না। ‘তিনি অন্যায়ভাবে কাউকে পরোয়া করতেন না। ‘অনর্থক কাজ থেকে তিনি যোজন যোজন দূরে থাকতেন। ‘প্রতিদিন নির্দিষ্ট সময় তিনি বইয়ের মধ্যে ডুবে থাকতেন।এগুলোই হাদীসে রাসূলের প্রতিশ্রুত ব্যক্তি, ইতিহাসের মহান সাক্ষী সুলতান মুহাম্মদ আল-ফাতিহ রহ. এর চরিত্র। এই তার আসল রূপ। তিনি ছিলেন অন্যায়ের ব্যাপারে সীমাহীন অনমনীয় ও আপসহীন। উসমানী সুলতানদের ধারাবাহিকতায় সুলতান মুহাম্মদ আল-ফাতিহ ছিলেন সপ্তম উসমানী সুলতান। তার সবচে বড় পরিচয় হলো, তিনি বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল জয়ের মহানায়ক। প্রিয়নবী যার ব্যাপারে প্রায় সাড়ে আটশো বছর আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন_لتفتحن القسطنطینیة فلنعم الامیر أمیرها ولنعم الجیش ذالک الجیش‘অবশ্যই কনস্টান্টিনোপল বিজিত হবে। কতো না উত্তম ঐ অভিযানের সেনাপতি। আর কতো না উত্তম ঐ বাহিনী! ‘বক্ষমাণ বইটিতে ইসলামের দিগবিজয়ের খণ্ডচিত্র অর্থ্যাৎ রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষিত কনস্টান্টিনোপল বিজয়ের ইতিহাস সংক্ষেপে তুলে ধরা হয়েছে। সুলতান মুহাম্মদ আল-ফাতিহ এই বিজয়ের মাধ্যমে যে কর্ম সম্পাদন করেছিলেন, তা অবিস্মরণীয়। আজকের মুসলিম উম্মাহ তার কাছে বহুলাংশে ঋণী। অন্তত সে দায়ের কিছুটা শোধের জন্য হলেও এ বিজয় ইতিহাস জানা, যেকোনো শ্রেণির মুসলিমের জন্য অত্যন্ত জরুরী।আমাদের গৌরবজ্জ্বল ইতিহাস আমরা জানবো না? নাহলে ইতিহাসের সিঁড়ি বেয়ে উঠে আসা আমাদের সোনালী সফলতার অধ্যায় আবার গড়বো কী করে আমরা? জেগে ওঠার প্রত্যয়ে বইটি পড়ুন, পাশে নিয়ে সন্তানকে শোনান আমাদের বীরত্বগাঁথা তবেই না আবার ফিরবে মুহাম্মদেরা, গড়ে উঠবে বিন কাসিম, বিন তারিক, আল-ফাতিহের সৈন্যরা।সংক্ষিপ্ত আলোচনায় বেশ যত্ন নিয়ে লিখা বইটি পড়ে পাঠক ব্যাপকভাবে উপকৃত হবে ইনশাআল্লাহ।
৳ 140.00 ৳ 250.00
Cash On Delivery Purchase & Earn Delivery Charge Tk. 60(Online Order)
Product available
Share:
Top