লেখক : আল্লামা নাসিরুদ্দিন আলবানি |রহ.| প্রকাশনী : আতিফা পাবলিকেশন্স বিষয় : আল হাদিস যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী (রহ) এর রচিত “সিলসিলাতুল আহাদীসুস সহীহাহ”-এর সকল হাদীসের পূর্ণাঙ্গ মতনের সংকলন এই বই। সিলসিলাতুল সহীহাহ-এর সূচিপত্রে অধ্যায়গুলো যেভাবে সাজিয়েছেন এখানেও সেভাবে সাজানো হয়েছে। ইলমে হাদীরেস অনভিজ্ঞদের জন্য তা পাঠ করা ও চিন্তুা-গবেষণা সহজ করার জন্য দীর্ঘ তাখরীজ বিবর্জিত শুধু হাদীসগুলোর মতন এখানে উল্লেখ করা হয়েছে। এই হাদীসগুলো তাজরীদ করেছেন আবূ উবাইদাহ মাশহুর ইবনু হাসান আল সালমান।এটির অনুবাদ করেছেন হাফেয মুফতি মোবারক সালমান এটি প্রকাশ করেছেন আতিফা পাবলিকেশন্স। -অনুবাদকৃত করতে গিয়ে কোন হাদীস বাদ দেয়া হয়নি। -সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় অনুবাদ করেছি। -সাধারণদের কথা চিন্তা করে পুরো হাদীস বর্ণনা করা হয়েছে। -তাজরীদকারক হচ্ছেন, শাইখের যোগ্যতম উত্তরসূরী। সুতরাং পুস্তকটি শাইখ আলবানী (রহ)-এর সর্বশেষ রায়ের অনুলিপী। -মূলত: বিক্ষিপ্ত হাধীসগুলো তাজরীদকারক একত্রিত করেছেন বিধায় মূল সহীহার সাথে এরক ক্রমিক -না মিললেও হাদীসের শেষে “আস-সহীহাহ” লিখে নম্বর উল্লেখ করা হয়েছে যাতে করে সম্মানিত – -পাঠকগণ সহজেই বুঝতে পারেন যে, মুল সহীহার হাদীস নম্বর কত রেফারেন্স উল্লেখ করার ক্ষেত্রে অধিকাংশ সময় এদেশীয় কিতাবের পৃষ্ঠা নম্বর উল্লেখ করা হয়েছে