লেখক : মাওলানা আবু তাহের মেসবাহ
প্রকাশনী : দারুল কলম
বিষয় : ঈমান আক্বিদা ও বিশ্বাস, শিশু কিশোরদের বই
প্রিয় ছোট্টমণিরা! আসসালামু আলাইকুম।
কী হলো, কাউকে যে দেখছি না!
কে কোথায় আছো, চকোলেট-আইসক্রিম বাদ দাও তো! হাতের খেলনাগুলো ফেলে জলদি এসো তো! আমার চারপাশে গোল হয়ে বসো তো! দেখো তোমাদের জন্য কত সুন্দর বই এনেছি! দেখোই না কেমন রঙ্গিন সাজে সাজিয়েছি প্রতিটি পাতা! একবার হাতে নিলে আর রাখতে ইচ্ছে করবে না, এ আমি চোখ বুজে বলতে পারি; বিশ্বাস হলো না বুঝি! আচ্ছা এবার পড়া শুরু করো। যারা পড়তে পারো না, অসুবিধা কী! চুপচাপ অন্যের পড়া শোনো। তবে গোলমাল একদম করবে না। কেউ কাউকে চিমটি কাটবে না। তাহলে আমি কিন্তু বুঝে ফেলবো, আর আস্তে করে তোমার কানটা মলে দেবো।
হ্যাঁ পড়া শুরু করো! দেখো, কত সুন্দর করে লেখা হয়েছে আল্লাহর বিভিন্ন সৃষ্টির কথা, সবুজ পাতার কথা, ফল ও ফুলের কথা, চাঁদ- সূর্যের কথা, তারাভরা আকাশের কথা, জোনাকির আলোর কথা, মেঘবৃষ্টি ও রঙধনুর কথা, পাহাড়-পর্বত ও নদী সাগরের কথা, ঝরনা আর জলপ্রভাতের কথা; মরুভূমি ও মরীচিকার কথা, আরো কত কিছুর কথা! এগুলো সব আল্লাহর সৃষ্টি। যত পড়বে ততই আনন্দ পাবে, আর অবাক হবে।