পৃষ্ঠা : 224, কভার : হার্ড কভার
পরিবেশনায়: রাহনুমা প্রকাশনী
রাসূল (ﷺ) বলেছেন: “যমযমের পানি যে-উদ্দেশ্যে পান করা হয়, তা অর্জিত হয়।” ইমাম হাকেম (রহ.) আরও বিস্তারিত উল্লেখ করেছেন, “তুমি যদি আরোগ্য লাভের নিয়তে পান করো, তাহলে আল্লাহ তোমাকে আরোগ্য দান করবেন। আর যদি আশ্রয় লাভের জন্য পান করো, তাহলে আল্লাহ তোমাকে আশ্রয় দেবেন।
আর যদি পিপাসা নিবারণের জন্য পান করো, তাহলে তিনি তোমার পিপাসা দূর করে দেবেন।” . এই হাদীসের ব্যাখ্যায় ইমাম মুনাবী (রহ.) বলেছেন:, “যমযমের পানি যে-উদ্দেশ্যে পান করা হয়, সেই উদ্দেশ্য পূরণ হয়। কেননা, এই পানি আল্লাহর প্রদত্ত, তিনি তাঁর বন্ধু ইবরাহীম (আ.)-এর ছেলে ইসমাঈল (আ.)-এর সাহায্যে উৎসারিত করেছিলেন এবং পরবর্তীদের জন্য সাহায্য-উপকরণ হিসেবে বহাল রেখেছেন। অতএব কেউ যদি এই পানি নিষ্ঠার সাথে পান করে, তাহলে সে আল্লাহর সাহায্য পাবে।
”যমযমের পানির আরও উপকার জানতে বইটি দারুণ। কুরআন সুন্নাহ এবং পূর্ববর্তীদের অভিজ্ঞতার আলোকে সাজানো এই বইটিতে পাঠক যমযম পানির অসাধারণ গুণাগুণ জানতে পারবেন।