যে যেই স্তরে থাকি কেন, কাজের শেষ নেই। কিন্তু ব্যস্ততার এই যুগে সবচেয়ে কঠিন হচ্ছে, গোছালো কাজ করা। যন্ত্রের মাঝে থেকেও যান্ত্রিক হয়ে না উঠা। প্রতিদিন একই রুটিনে চলতে চলতে গদবাধা জীবনে অভ্যস্ত হয়ে না পড়া। ছাত্র-শিক্ষক, গৃহিণী-চাকুরীজীবী, বিবাহিত-অবিবাহিত সবাই চাই, আমার দিনগুলো কর্মমুখর হোক। ইংরেজিতে যাকে বলি ‘প্রোডাক্টিভ লাইফ’।
.
প্রোডাক্টিভিটি বেশি কাজ করার মাঝে নয়। প্রোডাক্টিভিটি মানে প্রত্যেকটি কাজ যথাসময়ে সম্পাদন করে নিজেকে স্বস্তি দেয়া। সারাদিনের কর্মব্যস্ততার ফাঁকেও নিজের পরিবারের জন্য একটু সময় বের করা। কর্মজীবনের পাশাপাশি পারিবারিক, সামাজিক, আধ্যাত্মিক, মোট কথা জীবনের প্রতিটি স্তরে উৎকর্ষতার ছাপ রাখতে পারাই প্রোডাক্টিভিটি। ইসলামের সামগ্রিক জীবনবিধান আমাদেরকে এই শিক্ষাই দেয়, যা আমরা অনেকেই জানি না। কীভাবে সময়ের সদ্ব্যবহার করবেন, লক্ষ্য নির্ধারণ করবেন, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছুবেন, শারীরিক, জাগতিক, আধ্যাত্মিক উন্নতি সাধন করবেন, এই বিষয়ে ইসলামে রয়েছে পূর্ণ দিকনির্দেশনা।
.
তাই আমাদের এবারের প্যাকেজ প্রোডাক্টিভিটি নিয়ে। মুসলিম লাইফ স্টাইল নিয়ে রচিত বেস্ট সেলিং ৩টি বই আমরা এই প্যাকেজে যুক্ত করেছি। প্রোডাক্টিভিটির ওপর মোহাম্মাদ ফারিসের লেখা বিশ্ব বিখ্যাত বই ‘প্রোডাক্টিভ মুসলিম‘, ইসলামি দৃষ্টিকোণ থেকে লেখা সময় ব্যবস্থাপনার ওপর ইমাইল কামদারের সেরা বই ‘টাইম ম্যানেজমেন্ট‘ এবং অলসতার চিকিৎসা নিয়ে ড. খালিদ আবু শাদির ‘অলসতার বিরুদ্ধে যুদ্ধ‘; এই তিনটি বইয়ের সমন্বয়ে আমাদের ‘প্রোডাক্টিভিটি প্যাকেজ’। আমাদের বিশ্বাস, প্রোডাক্টিভ জীবন গঠনে এই তিনটি বই অত্যন্ত ভূমিকা রাখবে ইন শা আল্লাহ্।