প্রকাশের সম্ভাব্য তারিখ ২৫ সেপ্টেম্বর, ২০২১
ঘনীভূত মেঘের মতো ক্রমাগত ধেয়ে আসা ফিতনা; গভীর অন্ধকার রাতের মতো কিংবা গায়ে গায়ে ধাক্কা লাগা সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো, অন্ধ ও বধিরের মতো সবার ওপর চড়াও হওয়া ফিতনা; যাতে পড়ে মানুষের জ্ঞান লোপ পায় এবং অন্তর মরে যায়— এসব ফিতনা থেকে কেবল সে-ই বাঁচতে পারে, যাকে মহা মহিয়ান আল্লাহ রক্ষা করেন।
ফিতনা থেকে বাঁচতে ফিতনা সম্পর্কে জানতে হবে, জ্ঞান ও প্রজ্ঞায় সজ্জিত হতে হবে। আমল ও সাধনার মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হবে। যাতে করে যেকোনো ফিতনা ধেয়ে আসলে সেটি থেকে নিজেকে রক্ষা থাকা যায়। এইসব বিষয়ে দিকনির্দেশনা পেতে বাংলাভাষী পাঠকদের জন্য ‘ফিতনার যুগে করণীয়’ বইটি হবে অনন্য ও অসাধারণ।