আন্-নাওয়াবীর চল্লিশ হাদীস: একটি বিখ্যাত মূলভাষ্য, যাতে বিভিন্ন বিষয়ে মোট বিয়াল্লিশটি হাদীস রয়েছে। এর প্রতিটি হাদীস-ই দ্বীনের এক-একটি ভিত্তি স্বরূপ। আখেরাত অনুরাগী প্রতেকের উচিৎ এ হাদীসগুলো জানা। কেননা, এগুলোতে রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়াদি ও সকল সৎকাজের ইঙ্গিত। আলোচ্য কিতাবটি মূল দারুসসালাম থেকে বাংলায় প্রকাশিত বইয়ের মধ্যে অন্যতম। আশা করি তা পাঠককে পুস্তক হিসেবে গুণগত মানে এবং দ্বীনের দিক থেকেও উপকারী জ্ঞানে সমৃদ্ধ করবে ইনশাআল্লাহ্।