ডিজিটাল ইলিউশন, অপটিক্যাল ইলিউশন বা ধাঁধা-যাই বলা হোক না কেনো, সত্যিকার অর্থেই এটা নান্দনিক ও মজার বিষয়। যাতে রয়েছে জ্ঞান-বিজ্ঞান প্রযুক্তি ও চিত্রকলার সংমিশ্রণ। ডিজিটাল যুগে নতুন প্রজন্মের মধ্যে এজন্য এসবের জাদুকরি অন্য আকর্ষণ রয়েছে। বৈজ্ঞানিক সত্যকে আবিষ্কার করতে হলে সাধারণ অভিজ্ঞতা বা কান্ড জ্ঞানের বাইরে গিয়েও চিন্তা করতে হবে। এখানে সেরকম অবাক করা বেশ কিছু ডিজিটাল ধাঁধা এবং তার বিজ্ঞান ভিত্তিক সমাধান বা কার্যকারণ উপস্থাপন করা হলো। এসব ডিজিটাল ধাঁধা চিত্রের মধ্যে লুকিয়ে রয়েছে দারুণ মজার রহস্য জ্ঞান। সবগুলো ধাঁধাই যেমন মজাদার, তেমনি কৌত‚হল উদ্দীপক। ধাঁধা সমূহের বর্ণনা দেয়া হয়েছে বিস্তারিতভাবে। ধাঁধাগুলো আনন্দের পাশাপাশি শিশুদের ব্রেইন স্টর্মিং এ কাজে লাগবে। বইটা এক ধরনের অভিযানও বটে। যাতে রয়েছে আনন্দ-মজা আর অভিযানের শিহরণ। অবসরে সুন্দর আনন্দময় সময় কাটাতে বইটি অনন্য।