পরিবারের কেউ একজন অসুস্থ হওয়া মানে পুরো পরিবারই তার পেছনে ছোটাছুটি করা। অসুস্থ ব্যক্তির সেবা করা, তাকে নিয়ে চিকিৎসকের চেম্বারে কিংবা হাসপাতালে যাওয়া, সময়মতো ওষুধ খাওয়ানো- মোটামুটি অনেক টেনশন পোহাতে হয় পরিবারকে। আর চিকিৎসক যদি হাতের কাছে না থাকেন অথবা হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র বাড়ি থেকে অনেক দূরে থাকে তাহলে ভোগান্তির শেষ থাকে না। এসব কথা বিবেচনা করেই রচিত হলো এ বইটি। এ বই শুধু পরিবারেরই কাজে আসবে না, বরং স্বাস্থ্যকর্মী বা গ্রামবাংলার পল্লী চিকিৎসকরাও বইটি পড়ে সঠিক রোগ নির্ণয়পূর্বক রোগের সঠিক চিকিৎসা বা ব্যবস্থা দিতে সক্ষম হবেন।
সবারই কমবেশি স্বাস্থ্য সমস্যা হয়। প্রাথমিক অবস্থায় রোগের ধরন জানা থাকলে চিকিৎসা নিতেও সুবিধা হয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ করা উচিৎ নয়- কথাটি পুরোপুরি সঠিক। তবে এটাও ঠিক যে, রোগ সম্পর্কে জ্ঞান লাভ করাটা অযৌক্তিক কিছু নয়।