ফ্রিল্যান্সিং করেন অথচ ফাইভারের নাম শোনেননি এরকম কাউকে খুঁজে পাওয়া কঠিন। বিগত কয়েক বছরে অনলাইন মার্কেটপ্লেসগুলোর মধ্যে ফাইভার ভালো কাজ করছে। একদিকে যেমন ফাইভারে বায়ারের সংখ্যা অনেক বেশি, অন্যদিকে কোয়ালিটি সেলারের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
ফাইভারে ফ্রিল্যান্সিং করতে হলে খুঁটিনাটি বিষয়গুলো ভালো করে জানা জরুরি। একই সাথে কীভাবে গিগ তৈরি করলে গিগ র্যাংক পাবে, কী করলে সেল বাড়বে, কী করলে লেভেল আপ হবে, একই গিগ থেকে কীভাবে বেশি অর্থ উপার্জন করা যাবে, কী করলে ফাইভারে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে এই ধরনের বিষয়গুলোও মাথায় রাখতে হবে।
‘ফাইভারে ফ্রিল্যান্সিং’ বইটিতে আপনি এই জাতীয় তথ্যগুলোর পাশাপাশি বেশ ক’জন সফল ফ্রিল্যান্সারের অভিজ্ঞতার গল্পও পাবেন। বইটি পড়ে যেকোনো ফ্রিল্যান্সার তার প্রফেশনাল লাইফে উপকৃত হবেন বলে আশা করা যায়।