আল্লাহর কাছে সরাসরি চাওয়া যায়। তবে নবিজি বা অন্য কোনো নেক বান্দার ওয়াসিলা
নিয়ে দুআ করলে বাড়তি তৃপ্তি মেলে। এই তৃপ্তির নাম ওয়াসিলা। ওয়াসিলা মানে মাধ্যম।
ওয়াসিলাকে কেউ কেউ শিরক পর্যন্ত বলে বসেন! আল্লাহ তাদের ক্ষমা করুন। দেওয়ার
মালিক একমাত্র আল্লাহ; এই বিশ্বাস রেখে নবিজির ওয়াসিলা নিয়ে দুআ করা শুধু
জায়িজই না; বরং একটি উত্তম কাজ হিশেবে গণ্য হবে। নবির ওয়াসিলা নিয়ে দুআ করার
শিক্ষা খোদ নবিজিই দিয়ে গেছেন। আল্লাহ বলেছেন, ‘ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা;
আল্লাহর দিকে ওয়াসিলা তালাশ করো।’