রাজার গায়ে কাপড় ছিলো না। হেঁটে যাচ্ছিলেন রাজপথ দিয়ে। লোকেরা মুখটিপে হাসছিলো। কিন্তু সৈন্য–সামন্তের ভয়ে কেউ কিছু বলছিলো না। এক বালক এগিয়ে এলো। রাজাকে লক্ষ্য করে বললো, রাজা তোর কাপড় কই? সাজ্জাদ চৌধুরীর পাণ্ডুলিপি দেখে গল্পটি মনে পড়ে গেলো। আরজ আলী মাতুব্বরের (১৯০০–১৯৮৫) রচনাসমগ্র (পাঠক সমাবেশ, ২০১২) এর একেক বই ধরে–ধরে পর্যালোচনা করেছে সাজ্জাদ। তার প্রশ্নশীল কলম মাতুব্বরের বয়ানের নানা বিষয়ে আপত্তিমুখর। আপত্তিগুলো এমন নয় যে, আপনি কান পাতবেন না।
সাজ্জাদ শেষ পর্যন্ত রাজাকে কাপড়ের কথা স্মরণ করিয়ে দিতে চেয়েছে। নতুন লেখক হিসেবে সাজ্জাদের এ গ্রন্থ এক সাহসী প্রয়াস। সাজ্জাদের উত্তরোত্তর অগ্রগতি আমার প্রার্থনা। এ বই সফলতা পাক, সে প্রত্যাশা।