অনুবাদক: বাবলু রহমান
ব্যস্ততা, খুব স্বাভাবিক বিষয়। মানুষ বিভিন্নভাবে ব্যস্ত থাকবে। কাজের চাপ থাকবে। এইসব কাজের চাপের সাথে কে কীভাবে মানিয়ে নিবে সেটা একেকজনের কাছে একেক রকম হতে পারে। কে কীভাবে তার ব্যবসায়-বাণিজ্য পরিচালনা করবেন কিংবা কাজের প্লট সাজাবেন এটা তাদের ব্যক্তিগত সুবিধা ও ইচ্ছার বিষয়। কিন্তু, সঠিক সময়ে সঠিকভাবে কাজের সমাপ্তি ও ফলাফল পেতে চাইলে কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে। কীভাবে কাজ করলে কাজগুলো টেকসই হবে এবং উৎপাদনশীলতা, দক্ষতা ও সক্রিয়তার মধ্যে একটা সম্ভাবনা দেখা যাবে সেই বিষয়গুলো জানতে হবে।
এসবের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ‘সময় ব্যবস্থাপনা’। সময় ব্যবস্থাপনা ব্যাপারটা হলো, সক্রিয়ভাবে কাজের মধ্য দিয়ে দক্ষতা ও কর্মক্ষমতা অর্জন। এটার ফলে আপনি যে লক্ষ্য অর্জন করতে চান, ঠিক সেই লক্ষ্যে যেতে পারবেন।