মানুষ মাটির নিচ থেকে ডাইনোসরের ফসিল খুঁজে বের করছে অনেক দিন ধরেই। কিন্তু তাদের একদমই ধারণা ছিল না যে ওগুলো ডাইনোসরের হাড়ের ফসিল। মানুষের ধারণা ছিল ওই হাড় কোনো ড্রাগনের অথবা কোনো বিশালাকার মহিষের। এই অনুমান প্রতিষ্ঠিত হয়ে ছিল শত শত বছর ধরে। অবশেষে ১৮২৪ সালে এক ইংরেজ ডাক্তার ব্যাপারটা আবিষ্কার করলেন।
আবিষ্কার! বিষয়টা ভীষণ অদ্ভুত আর রোমাঞ্চকর। নতুন একটা কিছু আবিষ্কার করা মানে এমন একটা কিছু জানতে পারা, যা আগে কখনো কেউ জানেনি, পারেনি, বোঝেনি। রোমাঞ্চকর এই আবিষ্কারের পেছনের গল্পগুলোও বেশ রহস্যময় আর রোমাঞ্চকর। মাঝে মাঝে গল্পগুলো স্বয়ং আবিষ্কারের চেয়েও বেশি অদ্ভুতুরে হয়। এমনি অদ্ভুত আর রোমাঞ্চকর কতগুলো আবিষ্কারের পেছনের গল্পের সংকলন এই ‘অদ্ভুত আবিষ্কারের অদ্ভুত গল্প’ বইটি।