ইসলামের ইতিহাস আলোচনা করতে গিয়ে সবচেয়ে বেশীবার উচ্চারিত যে কয়টা নাম পাওয়া যায় তাঁর একটি নিঃসন্দেহে উমার ইবনুল খাত্তাব (রাঃ)। আশারা মুবাশশেরাদের মধ্যে একজন। উনিই প্রথম খলিফাদের মধ্যে 'আমিরুল মু'মিনীন' উপাধি লাভ করেন। ইসলামের সোনালী সময়টা উমারের খিলাফতকালেই অতিবাহিত হয়েছে। ন্যায়বিচার, উম্মাহর নিরাপত্তা, ইসলামের প্রচার প্রসার, জিহাদ ফি সাবিলিল্লাহ সবকিছুতেই তিনি এক অনবদ্য ব্যক্তিত্বের ছাপ রেখে গেছেন যা আজকের এই ঝিমিয়ে পড়া উম্মাহর জন্য হতে পারে অনুপ্রেরণা আর ঈমানের দাবীতে জেগে উঠার এক আহবান। আর সেই মহান মানুষটির জীবনচরিত অঙ্কিত হয়েছে আলোচ্য কিতাবে। লিখেছেন সাইয়েদ উমর তেমমেসানী । প্রকাশিত হয়েছে আল কুরআন একাডেমী পাবলিকেশন্স থেকে।