এই কুরআনে মূল আরাবির পাশাপাশি সহজ এবং প্রাঞ্জল ভাষায় বাংলা অনুবাদও করা হয়েছে। এই অনুবাদের অন্যতম বৈশিষ্ট্য এখানে প্রতি আয়াতে উহ্যে থাকা অর্থগুলোকে ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে। ফলে তা আয়াতের অর্থের কাছাকাছি যেতে পাঠককে আরো বেশী সাহায্য করবে ইনশাআল্লাহ্।