বাংলা ভাষায় রোযার মাসায়েল সম্পর্কে বিভিন্ন গ্রন্থ রচিত হয়েছে তবে রোযার আধুনিক মাসায়েল সেগুলোতে খুবই কম স্থান হয়েছে। তাছাড়া আরেকটি বিষয় হল আরবী, ফার্সী, উর্দু সহ প্রসিদ্ধ প্রায় সকল ভাষায় তাদের বর্ণমালার সূচি অনুযায়ী অসংখ্য গ্রন্থ রচিত হলেও একরকম কাজ বাংলা ভাষা একেবারেই নেই। তাই বাংলা ভাষাভাষী মানুষের সুবিধার কথা চিন্তা করে আধুনিক ও অতীব জরুরী মাসায়েল নিয়ে বাংলা বর্ণের সূচি অনুযায়ী রচনা করা হয়েছে “আহকামে রমাযান” নামক বইটি। বইটি সিয়াম সাধনার ক্ষেত্রে প্রথিকৃত ও উপকারী হবে বলে আমাদের বিশ্বাস।