দৈনন্দিন জীবনে নামাজ সম্পর্কিত নানা সমস্যার মুখোমুখি হই আমরা। সেসব সমস্যার সমাধানকল্পে দুশো জরুরি মাসআলার বিস্তারিত বিবরণ রয়েছে বইয়ের ভেতরে। একশো মূল বইয়ের, বাকি একশো আধুনিক জীবনাচারের প্রাসঙ্গিকতা বিবেচনায় রেখে অনুবাদক কর্তৃক সংযোজনকৃত। প্রত্যেকটি মাসআলার সংক্ষিপ্ত অথচ প্রামাণ্য আলোচনা আপনার নামাজের শুদ্ধতায় দারুণ সহায়ক হবে- ইনশাআল্লাহ। হানাফি মাজহাবের আলোকে সমাধান দেওয়া হলেও মাজহাবি ইখতিলাফের কোনো বিষয় নিয়ে এখানে আলোচনা নেই বললেই চলে।