আল্লামা ইবনুল জাওযী (রহঃ) রচিত 'তালবীসে ইবলিস' একটি সুবিখ্যাত কিতাব। যারা ক্লাসিক্যাল স্কলারদের কিতাবের সাথে পরিচিত তাদের কাছে এই কিতাব ইসলাহী পাঠ হিসেবে বেশ সমাদৃত। 'নেক সুরতে শয়তানের ধোঁকা' ইবনুল জাওযীর (রহঃ) সেই বিখ্যাত কিতাবেরই নির্বাচিত অংশের অনুবাদ। আদম সন্তানের সাথে শয়তানের চিরন্তন শত্রুতা, মানুষকে ফাঁদে ফেলার শয়তানের নানাবিধ কৌশল, ভালো কাজের সুরতে মানুষকে খারাপ দিকে ধাবিত করার নানান হৃদয়বিদারক উদাহরণ সব মিলিয়ে পূর্ণাংগ অনুবাদ না হলেও বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য এটা নিঃসন্দেহে উপকারী একটা কিতাব।