ইমাম বুখারী রহিমাহুল্লাহ কর্তৃক লিখিত দু’টি হাদীস গ্রন্থের সংক্ষিপ্ততম গ্রন্থ হচ্ছে আল-আদাবুল মুফরাদ। যার সহজ বাংলা হয় অতুলনীয় ভদ্রতা। একজন মুসলিম তার ধর্মের আলোকে নিজেেকে সমাজের সবার নিকটে কিভাবে ভদ্র, আদব কায়দা দুরস্ত হতে পারেন তারই সবিস্তারে বর্ণনা এ বইতে উল্লেখ করা হয়েছে। বইটিতে মোট ১৩৩৯টি হাদীস রয়েছে। এ বইখানা মধ্যপ্রাচ্যের প্রতিটি সালাফী মসজিদে ও মানহাযসমৃদ্ধ পাঠাগারে সংরক্ষিত আছে এবং ইমাম নবভী রহিমাহুল্লাহ লিখিত রিয়াদুস সালেহীন এর চেয়েও বেশী গ্রহণযোগ্য। বইটি বাংলাদেশেও সমান আদৃত।
বইটি বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ই.ফা.বা.) প্রথম বাংলায় অনুবাদ করে প্রকাশ করে। অতঃপর আহসান পাবলিকেশন্সও প্রকাশ করে। তবে উভয় অনুবাদে যেমন হাদীসের সনদ বাদ দেয়া হয়েছে তেমনি হাদীসের তাখরীজ (বিশ্লেষন) ও বাদ দেয়া হয়েছে।
জায়েদ লাইব্রেরী হতে প্রকাশিত বইয়ে উভয় কমতি দূর করে ইমাম বুখারী রহিমাহুল্লাহ লিখিত আল-আদাবুল মুফরাদের হুবহু অনুবাদ করা হয়েছে। এবং উলামাদের সম্পাদনাও যোগ করা হয়েছে।
আল্লামা নাসিরুদ্দীন আল-বানী রহিমাহুল্লাহ ও আল্লামা আব্দুল আত্বী বাহিরী হাফিযাহুল্লাহ কর্তৃক সম্পাদিত বইটিতে প্রায় ২২৭টি হাদীস দুর্বল বলে চিহ্নিত করা হয়েছে।