আল্লাহ জাল্লা শানুহ মানুষের জন্য গৃহকে আবাস স্থল করেছেন।
তিনি তাঁর সম্পদ বান্দার উপর পরিপূর্ণ করার জন্য গৃহ ও গৃহনির্মাণের বিভিন্ন উপকরণ সৃষ্টি করেছেন। মানুষ গৃহ নির্মাণ করে। সামর্থ্য ও মনমত সে গৃহকে সুসজ্জিত ও সংরক্ষিত করে নেয়। যে গৃহ তাঁর মাথা গোঁজার ঠাই, আশ্রয়স্থল, আত্মরক্ষার স্থান, ইজ্জত ও সম্ভ্রম রক্ষার ক্ষেত্র এবং আরো বহু কল্যাণ সাধনের জায়গা।
ঘর মানুষের পান, ভোজন, শয়ন ও বিশ্রামাগার, দেহ ও মনের আনন্দনিকেতন, নির্জনতাবলম্বন ও স্বস্তির নিঃশ্বাস ত্যাগের আবাস; পরিবার ও পরিজনের সাথে একত্রে সুখ ভোগ করার বাসস্থান।
গৃহ নারীর জন্য সতীত্ব ও নারীত্ব রক্ষার পর্দা ও নিবাস। জাহেলিয়াতের যুগের মত নগ্নতার সাথে নিজেকে প্রদর্শন করে না বেড়িয়ে নারী এ গৃহে আত্মগোপন করে।