লেখকের ভাষায় বইটিতে যা পাবেন:
মুমিনের জীবনের এমন একটি অধ্যায় নিয়ে গ্রন্থটি রচিত, যাতে নিজের পক্ষ থেকে হ্রাস-বৃদ্ধির কোনো সুযোগ নেই। এই দুঃসাহসও কারও নেই। সুতরাং আমাদের কৃতিত্ব প্রদর্শনেরও এখানে কিছু নেই। যা কিছু পবিত্র কুরআন, বিশুদ্ধ হাদিসসমূহ এবং সালাফ ও খালাফের নির্ভরযোগ্য কিতাবাদী থেকে চয়ন করেছি সেগুলোকেই প্রিয় মুমিন মুসলমান ভাই-বোনের জন্য সহজবোধ্য ভাষায় সম্মোহনী ধারায় সাজানোর প্রয়াস চালিয়েছি। এরচেয়ে বেশি কৃতিত্বের দাবি আমাদের জন্য শোভনীয় নয়।
প্রিয় পাঠক ভাই-বোনের প্রতি সবিনয় আবেদন এটাই থাকবে যে, রবের দরবারে যখন একান্তে কথা হয়, আমাদেরও স্মরণ রাখবেন।
আল্লাহ তাআলা গ্রন্থসংশ্লিষ্ট সকলকে দুনিয়া ও আখেরাতে ইজ্জত ও আফিয়াতের জিন্দেগি দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।
বইটির বৈশিষ্ট
* নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক রোকনের ধারাবাহিক বিবরণ।
* সহিহ হাদিস থেকে প্রত্যেক রোকন আদায়ের পদ্ধতি।
* সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সকল নামাজের আদায়পদ্ধতি।
* রেফারেন্সসহ প্রয়োজনীয় ফিকহি মাসআলা।
* কোন কোন রোকনে কী ভুল করলে নামাজ নষ্ট হবে তার বিবরণ।
* সাহু সিজদার বিস্তারিত মাসায়েল।
* সহজ ও সাবলিল ভাষায় সকলের বোধগম্য করতে প্রচলিত পরিভাষার ব্যবহার।