আহলে বাইত নিয়ে সবচে উচ্চবাচ্য করতে দেখা যায় শিয়াদের। অথচ তাঁদের নিয়ে সবচে বেশি হক আমাদের—আমরা যারা সুন্নি, যারা মুসলিম। স্থানীয় সংস্কৃতির প্রভাবে হাসান-হুসেন-আলি-ফাতিমা নিয়ে আলাপ যেন শিয়াদের একচেটিয়া। এসব বিষয়ে কথা বলতে কোথায় যেন এক দ্বিধা।
এই বইতে থাকছে নবিপরিবার নিয়ে নবিজির ৪০টি হাদিস। থাকছে সেসবের ব্যাখ্যা। বইয়ের পাতায় পাতায় স্পষ্ট হবে নবিপরিবারের প্রতিটি সদস্যের মর্যাদা, তাঁদের গুণাবলি, তাঁদের ভালোবাসায় মুসলিমদের ফায়দা। দূর হবে আহলে বাইত নিয়ে কথা বলার দ্বিধা। সর্বোপরি বাড়বে তাঁদের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা। উম্মার জন্য তাদের যে-কোরবানি—তার তুলনা আর কোথায়?