প্রায়ই পত্র পত্রিকায় ফিচার ছাপা হয় অমুক অমুক তারকার ছোটবেলার কাহিনী নিয়ে। সেসব নিয়ে আমাদের সে কি কৌতূহল, উত্তেজনা। কিন্তু মুসলিম হিসেবে আজ আমরা আমাদের তারকাদের বলতে গেলে চিনিই না। আমাদের আলেমরা, এই উম্মাহর ইলমের ধারক ও বাহকরা, এই উম্মাহর জন্য যারা কাজ করেছেন তাদের ছেলেবেলা কেমন ছিল? তাদের ইলম অর্জন কতটা ত্যাগের ছিল? সেসব গল্প নিয়েই মাওলানা আসলাম শেখপুরীর এই কিতাব। আলেমদের সেসব ঘটনা এতই হৃদয়গ্রাহী যে তা নিশ্চিতভাবেই আমাদের অন্তরকে আন্দোলিত করবে এবং আমাদের জীবনকে নতুন উদ্যমে শুরু করার প্রেরণা জোগাবে ইনশাআল্লাহ