আলেমরা সবসময় উত্তম সোহবতে থাকার উপদেশ দেন। উত্তম মানুষদের সাথে থাকার, আল্লাহর উত্তম বান্দাদের সাথে থাকার তাগিদ দেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম প্রজন্ম হল সাহাবীদের প্রজন্ম, এরপর এরপরের প্রজন্ম অর্থাৎ তাবেঈদের প্রজন্ম, এরপর এরপরের প্রজন্ম অর্থাৎ তাবে-তাবেঈনদের প্রজন্ম। তাই আমাদের উচিত এই তিন প্রজন্মের সাথে থাকা। তাদের সাথে উঠাবসা করা। তাদের সোহবত থেকে জীবনের শিক্ষা নেওয়া, ঈমানের পাঠ নেওয়া। কিন্তু সেটা কিভাবে সম্ভব? হ্যাঁ সেটা সম্ভব তাদের জীবনচরিত পাঠের মাধ্যমে। তাদের ঈমানের কথা, দ্বীনের কথা, ত্যাগের কথা, আল্লাহভীতির কথা জানার মাধ্যমে। এমনকি কেউ ঈমানের দুর্বলতার কথা জানিয়ে উপদেশ চাইলে আলেমরা উপদেশ দেন এসব আল্লাহওয়ালা বান্দাদের জীবনী পাঠ করার। মূলত তা সত্যিই এক উপকারী পন্থা। আল্লাহ আমাদেরকেও আমাদের পূর্বসূরিদের কাছ থেকে উপকৃত হওয়ার তৌফিক দেন। আলোচ্য কিতাবটি আব্দুর রহমান রাফাত পাশা রচিত তেমনই একটি কিতাব যেখানে তাবেঈদের ঈমানদীপ্ত ঘটনাবলী বর্ণিত হয়েছে।