অনুবাদকঃ শায়খ মাহমুদুল হাসান
পৃষ্টা সংখ্যাঃ ২০৮
হার্ডবোর্ড বাধাই
“দারিদ্র্য” নামক আপদ থেকে মুক্তির আশায় প্রাচীনকাল হতে চলছে মানবজাতির নিরন্তর লড়াই। আজও দারিদ্র্য বিমোচন প্রত্যেক রাষ্ট্র ও সরকারের মূল প্রতিপাদ্য কর্মসূচি। প্রতিদিন পৃথিবীর কোথাও না কোথাও অনুষ্ঠিত হচ্ছে এ বিষয়ে সেমিনার-সিম্পোজিয়াম, সভা ও কর্মশালা। গৃহীত হচ্ছে নিত্য-নতুন কর্মসূচি ও পদক্ষেপ। তবে দারিদ্র্য নিশ্চিহ্ন হচ্ছে না। দারিদ্র্র যেন ডালপালা ছড়িয়ে আরো বলবান হচ্ছে, হচ্ছে আরো বিস্তৃত, সম্প্রসারিত। কিন্তু একটু পেছনে ফিরে তাকালে দেখা যায়, মদিনাভিত্তিক ইসলামি জনকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার কয়েক যুগের ভেতর ইসলামি খেলাফত অধ্যুষিত বিশাল জনপদ হতে দারিদ্র্য লেজ গুটিয়ে পালিয়েছিল। জাকাত গ্রহণের জন্য তখন লোক খুঁজে পাওয়া যায়নি। ইসলামি শাসন বিজয়ী হয়েছিল দারিদ্র্য বিরোধী লড়াইয়ে। আধুনিক যুগের মানুষের কাছে এ এক বিস্ময়। বিজ্ঞান ও প্রযুক্তিসমৃদ্ধ বর্তমান যুগের মানুষ যেখানে দারিদ্র্য দূরীকরণে ব্যর্থ হচ্ছে, সেখানে রুক্ষ মরুচারীরা কী করে সফল হল? কোন নীতি ও পাথেয় গ্রহণের কারণে তারা বিজয়ী হল? ড. ইউসুফ আল কারজাবি “দারিদ্র্য বিমোচনে ইসলাম” বইতে এসব বিষয় অত্যন্ত নিখুঁত ও বিস্তারিতভাবে তুলে ধরেছেন। দারিদ্র্যের প্রতি ইসলাম ও অন্যান্য মতবাদের দৃষ্টিভঙ্গিকে তুলনামূলক পর্যালোচনা করেছেন এবং ইসলামের পূর্ণাঙ্গতা ও শ্রেষ্ঠত্বকে যুক্তিগ্রাহ্যভাবে ফুটিয়ে তুলেছেন। একটা সফল রাষ্ট্রের জন্য দারিদ্র্য বিমোচনের বিকল্প নেই। আল্লাহ সুবহানাহু তায়ালা এই গ্রন্থটিকে আমাদের সমাজ, রাষ্ট্র ও বিশ্বের দারিদ্র্য বিমোচনের হাতিয়ার হিসেবে কবুল করুন।