আমাদের জন্য এক অসাধারণ নিয়ামত হল আলেমদের বায়োগ্রাফী। উনাদের ঈমান, ইলম সাধনা, যুহুদ, আল্লাহভীতির গল্প এ যেন একেকটা মণি মুক্তার মত। যারা একবার এসব গল্পে বাঁধা পড়ে যায় তাদের জীবনের গল্পটাও অন্যরকম হয় বলাই বাহুল্য। আমাদের এই যান্ত্রিক আটপৌরে জীবনের কাল্পনিক গল্পের বইয়ে কিংবা চলচ্চিত্রের সেলুলয়েডের আজগুবি উপস্থাপনে আমরা যে সুপারহিরোদের গল্প শুনি বা দেখি আমাদের এসব আলেম, মুসলিম মনিষীদের গল্প এর চেয়েও অনেক বেশী আবেগের, উপলব্ধির, রোমাঞ্চকর আর এডভেঞ্চারে ভরা। কিন্তু আফসোস আমাদের জন্য আমরা এসব মুনিমুক্তার কিছুই নিজেদের জন্য সঞ্চয় করতে পারিনি। আমাদের প্রজন্ম আমাদের সুপার হিরোদের গল্প জানবে কি, চিনেই না। বক্ষ্যমাণ কিতাবটি এমনই একশো মুসলিম সাধককের নিয়ে। আর আমরা চাই আপনি এই গল্পে বাঁধা পড়ে যান। নিজেকে নতুন করে আবিষ্কার করুন। নিজেকে নিয়ে যান উনাদের উচ্চতায়।