ইরান-তুরানের অনেকের নামই তো আমরা জানি; আলোচনায় বসলে ইউরোপ-আমেরিকার অনেক রথী-মহারথীর নাম বলে ফেলতে পারব;
কিন্তু জানি না, এই পদ্মা-মেঘনা-যমুনা বিধৌত বঙ্গদেশের শ্রেষ্ঠ সন্তানদের কথা। যাদের রক্তসেঁচা ত্যাগের বিনিময়ে বাংলার মাটি ঊর্বর হয়েছে ইসলাম ও মুসলমানদের জন্যে, তাদের কারও কারও নাম হয়তো আমাদের জানা আছে; কিন্তু জানা নেই তাঁদের জীবন-বৃত্তান্ত।
আমরা ক‘জনই বা শাহ মাখদুম, শাহ জালাল, শাহ পরান, নিসার আলী তিতুমীর, হাজী শরীয়তুল্লাহর জীবনালেখ্য জানি!
ক‘জনইবা জানি পবিত্র কুরআনের বঙ্গানুবাদকারী মাওলানা নঈমুদ্দীনের কথা!
আমরা কি জানি, হাটহাজারি মাদরাসা কে কখন প্রতিষ্ঠা করেছেন! কে শতবর্ষপ্রাচীন দারুল উলুম বরুড়া মাদরাসা প্রতিষ্ঠা করেছেন!
ক‘জনই বা জানি লেখক সম্পাদক মাওলানা আকরাম খাঁর কথা! শেকড়ের সাথে আমাদের প্রজন্মকে পরিচয় করিয়ে দিতেই এই প্রয়াস।