কুরআন অধ্যয়নের জন্য এর সঠিক ব্যখ্যা বিশ্লেষণের কোন বিকল্প নেই। এই একটিমাত্র কিতাব যেটা নিয়ে শত সহস্র বই লেখা হয়েছে, যুগে যুগে হাজারো আলেম এই একটি বই নিয়েই লিখে চলেছেন খন্ডের পর খণ্ড। তারপরও যেন লেখকদের কলমের কালি ফুরোয় না, পাঠকের তৃষ্ণা মিটে না, জানার আগ্রহ শেষ হয় না। বক্ষ্যমাণ কিতাবটি সেরকই আরেকটি কিতাব যা রচনা করেছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম শাইখুল হাদিস মুফতি মুহাম্মাদ তাকী উসমানী। কুরআনের কিছু নির্বাচিত সূরা ও আয়াতের তাফসীর নিয়ে দুই খন্ডে রচিত হয়েছে ‘তাফসীরে তাকী উসমানি’।