বইটিতে তথ্যের বিশাল ভাণ্ডারের সমৃদ্ধি ও হূদয়গ্রাহী বর্ণনা এক বৈঠকে বইটি শেষ করতে বাধ্য করবে। কিন্তু হযরত আলী রাঃ শিক্ষাময় জীবন এমন যা তিনশ পেজের একখানা গ্রন্থে লিপিবদ্ধ সম্ভব না। তাইতো, জঙ্গে জামাল, জঙ্গে সিফফিন, কিংবা কারবালার মর্মান্তিক ঘটনা এবং হাররাহ এর ফেতনা বিপর্যস্ত ঘটনাবলীর বিবরণ অতিরিক্ত সংক্ষেপ করা হয়েছে বলে অনুভূত হয়। তবে হযরত আলী রাঃ কে পরিচয় করিয়ে দিতে গিয়ে এমন কোনো বর্ণনা বা সংক্ষিপ্ত বর্ণনা আসেনি যা অন্য কোন সাহাবী সম্পর্কে বিরূপ মনোভাব সৃষ্টি কিংবা অনুভূতিতে আঘাত দেয়। আলী রাঃ জীবন এমনই এক স্পর্শকাতর বিষয়বস্তু যেখানে জীবনীকারদের জন্য অগণিত উপাত্ত রয়েছে তদ্রূপ রয়েছে চোরাবালি যা পার হওয়ার হিম্মত সবার হয়না কিংবা সঠিকটা বজায় থাকে না। এক্ষেত্রে নাদভী রহঃ সফল। ..বইটি বারবার পড়ার মত। অনুবাদ খুব সুন্দর হয়েছে। হযরত আলী রাঃ জীবনের ওপর গবেষণাধর্মী বইখানা সবারই সংগ্রহে থাকা চাই।