রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদের দ্বীনের যে তালিম আর তারবিয়াত শুরু করেছিলেন কালের ধারাবাহিকতায় তারই আজকের প্রাতিষ্ঠানিক রুপ মাদরাসা। যেখানে দ্বীনের তালিম হয়, যেখানে প্রজন্ম থেকে প্রজন্মে দ্বীনের সাথে আত্মার বন্ধন তৈরী হয়, যেখানে আল্লাহর বান্দা তৈরী হয়। সভ্যতার পট পরিবর্তনের সাথে সেক্যুলার শিক্ষা ব্যবস্থা আর চিন্তাধারা ব্যাপকহারে প্রচার আর প্রসার লাভ করায় অমুসলিমরা তো বটেই আমাদের মুসলিমদের মধ্যেও একটা বিরাট অংশের ধারণা মাদরাসা শিক্ষা এই যুগে অচল। অথচ যুগে যুগে এই মাদরাসা শিক্ষাই নৈতিকতা, মানবিক মূল্যবোধ আর সমাজ সংস্কারে ভূমিকা পালন করে এসেছে। সেই মাদরাসা শিক্ষা আর এর বিভিন্ন দিক নিয়েই আলোচ্য কিতাব। লিখেছেন মুহাম্মাদ যাইনুল আবেদীন। আর প্রকাশিত হয়েছে মাকতাবাতুল ইসলাম থেকে।