সম্পাদক: তপন বাগচী
ভাস্কো দ্য গামার কাহিনি পাওয়া যায় সত্যেন সেনের ‘মসলার যুদ্ধ’ গ্রন্থে। ১৪৯৮ সালের ২০ মে তিনি কালিকটের ঘাটে এসে পৌঁছলেন। এসে দেখলেন যে এখানে আরব মুসলমানদের আধিপত্য রয়েছে। সেই আধিপত্য খর্ব করতে তারা উঠে-পড়ে লেগে গেল। ভারত ও পূর্বভারতীয় দ্বীপপুঞ্জে ইউরোপীয়দের উপনিবেশ স্থাপনের কাহিনি এই গ্রন্থে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন।