প্রায় পাঁচদশক আগে রচিত এই গ্রন্থে পৃথিবী সম্পর্কে যত কথা বলা হয়েছে, যত কথা বলা হয়েছে, এর পরে আরো অনেক নতুন তথ্য আবিষ্কৃত হয়েছে। কিন্তু সত্যেন সেন যেটুকু বলেছেন, সেটুকুতে কোনো খাদ নেই। তাই সত্যেন সেনের ‘আমাদের এই পৃথিবী’ বইটি পাঠ করে নিলে, পৃথিবী সম্পর্কে পরবর্তী ধারণা পেতে সহায়ক হবে। খুবই সরস ভাষায় লিখিত এই গ্রন্থ শিশুদের হাতে তুলে দেওয়াটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আশা করি এই বই পড়ে আমাদের শিশুরা আমাদের পৃথিবী সম্পর্কে জানবে, নিজের সম্পর্কে জানবে।