অনুবাদ: হাফেয আকরাম ফারুক
সম্পাদনা: মাওলানা আতিকুর রহমান
ইমাম আহমাদ রহ. পরিচয় করিয়ে দেবার মতো কিছু নেই। চার মাযহাবের ইমামদের মধ্যে এই মহান ইমাম সর্বমহলে পরিচিত। লক্ষ লক্ষ হাদীসের হাফিয ছিলেন তিনি। হাদীস সংগ্রহএর জন্য ইরাক, সিরিয়া, ইয়ামান এবং মাক্কা-মাদীনাসহ হিজাযের বিভিন্ন শহর সফর করেন। তিনি বহুসংখ্যক উস্তাদের শিক্ষা মজলিসে উপস্থিত হয়ে হাদীস শুনেন এবং লিপিবদ্ধ করেন।
অবশেষে তিনি নিজস্ব নীতিমালার ভিত্তিতে একটি হাদীস সংকলন তৈরির কাজে হাত দেন। তিনি প্রথমে আবু বাকর রাযি. কর্তৃক বর্ণিত হাদীসগুলো সংকলিত করেন। এরপর যথাক্রমে উমার, উসমান এবং আলী রাযি. থেকে বর্ণিত হাদীসগুলো। এইভাবে বহুসংখ্যোক সাহাবীদের নাম শিরোনামরূপে ব্যবহার করে তাদের বর্ণিত হাদীসগুলোকে স্বতন্ত্রভাবে সংকলিত করেন। এই পদ্ধতিতে হাদীস সংকলিত করাকেই মুসনাদ পদ্ধতি বলা হয়।
মুসনাদে আহমাদ হাদীসের এক বিশাল ভাণ্ডার। প্রায় উনত্রিশ হাজার হাদীস সন্নিবেশিত হয়েছে এই গ্রন্থে। সেই ধারাবাহিকতায় প্রথম খণ্ড বাংলায় অনূদিত হলো।