পৃষ্ঠা সংখ্যা : ২৭২ (হার্ড কভার)
ইসলাম একটি শাশ্বত জীবন-বিধান। মানুষের স্বভাবই হলো এমন যে- সে ঘুরেফিরে তার স্রষ্টার সান্নিধ্য পেতে চায়। কিন্তু এই কাজে শয়তান তাকে সবসময় বাঁধা প্রদান করে থাকে।
লেখক শরীফ মুহাম্মদ ইসলামের সুন্দর ও বিচিত্র কিছু বিষয়ের আলোকপাত করেছেন এই বইয়ে। লেখক বইটিকে তিনটি অংশে বিভক্ত করেছেন।
১. জীবনের জন্য
এই অংশে ২৬টি প্রবন্ধ সন্নিবেশিত হয়েছে। এই প্রবন্ধগুলো নানান সময়ে দেশের নামীদামী সব পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। এখানে লেখক নিপূণ দক্ষতায় ইসলামের মৌলিক কিছু বিধিবিধান এবং আমাদের বর্তমান সময়ের অবস্থা তুলে ধরেছেন। আকার-আকৃতিতে খুব বেশি বড় না হলেও প্রবন্ধগুলো নিঃসন্দেহে চিন্তার উদ্রেক করতে যথেষ্ট।
২. মনীষীর মুখোমুখি
আমি মনে করি এই অংশটি বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে সর্বমোট ১৬ জন প্রখ্যাত আলেমের সাক্ষাৎকার পরিবেশিত হয়েছেন। সাক্ষাৎকার দেওয়া ব্যক্তিগণ হলেন- শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক, মুফতী ফজলুল হক আমিনী, মাওলানা মুহীউদ্দীন খান, মাওলানা আবদুল হাই পাহাড়পুরী, মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক, আবদুল মান্নান তালিব প্রমুখ। আমাদের এই অঙ্গণে এই মনীষীগণ অত্যন্ত সুপরিচিত। ফলে ইসলামের নানান বিষয় নিয়ে তাঁর বক্তব্য অত্যন্ত গুরুত্ব বহন করে।
৩.
আবেগের ফুলকি
এই অংশে পাঁচটি প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে যেগুলো লেখকের চিন্তাশীলতাকে প্রকাশ করে। প্রবন্ধগুলো হলো- আমাদের আদর্শের ঠিকানা, এই সব হাত গুঁড়িয়ে দাও, ফতোয়া: বিষোদগার চলবে আর কতদিন?, বৃহৎ ইসলামী বিশ্বকোষ, বাংলা প্রকাশনার আলোকিত মাইলস্টোন, জার্মান পণ্ডিত হ্যান্সের বিকৃত ইসলাম চর্চা এবং কিঞ্চিৎ আলোকপাত।
শরীফ মুহাম্মদের গদ্য অত্যন্ত ঝরঝরে। পড়তে গিয়ে কোথাও আটকে যাবার কোনো সম্ভাবনা নেই। বইটিতে যত্নের ছাপ এবং বানান যথাসম্ভব শুদ্ধ রাখার চেষ্টা লক্ষণীয়।