পৃষ্ঠা: ২০৮
আজকে আমরা যারা মুসলমান, ইসলাম নিয়ে গর্ববোধ করি, তাদের সহজে মুসলমান হওয়া ও ইসলামকে সহজভাবে পাওয়ার পেছনে একদল মানুষের নীরব ও নিভৃত সাধনা রয়েছে। যাদের ত্যাগ ও আত্মত্যাগ, দুনিয়ার উপর ইসলামকে প্রাধান্য দিয়ে ইসলামের জন্য জীবন উৎসর্গ করার ফলে আমরা ইসলামকে সহজেই পেয়ে গেছি। ইসলামি হুকুম-আহকাম সম্পর্কে সহজেই অবগত হতে পারছি। এর পেছনে রয়েছে সেসব নিভৃতচারী সাধকের অবদান যারা গোটা জীবনটাকেই ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছেন। সেই নিভৃতচারী সাধকরা হলেন আমাদের আকাবির আসলাফ। পূর্বে একটা সময় গেছে যখন প্রত্যেক আলেমই ছিলেন আমলী নমুনা। একেকজন ছিলেন সুন্নতের জীবন্ত অনুসারী। যুহদের উপমা। শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দেশের প্রতিটি প্রান্তে ছুটে গেছেন। মানুষকে ইসলাম ও ইসলামি বিধি-বিধান সম্পর্কে অবগত করেছেন।
আমাদের এদেশেও এমন অনেকেই ছিলেন। হাফেজ্জি হুজুর, শায়খুল হাদিস আজিজুল হক, গহরপুরী, খতিব উবায়দুল হক , মুফতী আমিনী, মুফতী আবদুর রহমান, মুহিউদ্দীন খান রহ.-সহ আরও অনেকেই। এদেশে ইসলাম ও মুসলমানদের পেছনে যাদের অবদান অপরিসীম। চাইলে তারা তাদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বিশাল বিশাল ফ্ল্যাট, আলিশান বাড়ি গড়ে তুলতে পারতেন। রাজকীয় খাবারদাবারে নিজেদের ডুবিয়ে রাখতে পারতেন। কিন্তু তারা সেদিকে ভ্রুক্ষেপই করেননি। একেবারে নির্মোহ, নির্মল সাদাসিধে জীবনযাপন করে গেছেন। বিভিন্ন প্রান্তে নিজেদের পকেটের টাকা খরচ করে, মাইলের পর মাইলা পায়ে হেটে ওয়াজ করে এসেছেন, যাতে সাধারণ মানুষ ইসলাম সম্পর্কে জানতে পারে। ইসলামকে বুঝতে পারে। এযুগে এসব বিরল।
আমাদের মাঝ থেকে হারিয়ে যাওয়া এসব নির্মোহ, নির্লোভ মানুষদের স্মৃতিচারণ নিয়ে লেখা বই ‘প্রিয় পদরেখা’। লব্ধপ্রতিষ্ঠ লেখক- সম্পাদক, দার্শনিক আলেমে দীন, বিশিষ্ট রাজনীতিবিদ আতাউর রহমান খান রহ.-এর সুযোগ্য উত্তরসূরি উবায়দুর রহমান খান নদভী তাঁর দেখা সেসব পূর্বসূরিদের নিয়ে স্মৃতিচারণ করে যেসব প্রবন্ধ লিখেছেন, এটা সেসব প্রবন্ধের সংকলন। ২৩জন পূর্বসূরিকে লেখা তার এই বইয়ে উঠে এসেছে পুরানা যুগের সেসব আলেমদের সাদাসিধা, সুন্নতের উপর পাবন্দ নির্মল জীবন। যার পরতে পরতে ছড়িয়ে আছে তাদের জীবন, কর্ম, গুণাবলি, প্রতিভা ও বৈশিষ্ট্য। যাতে রয়েছেন আমাদের জন্য নিজেদের জীবনে বাস্তবায়নের মতো উপদেশ ও আদর্শ, পথ চলার পাথেয়।
বাংলাদেশি আলেমদের মধ্যে যে কয়েকজনের লেখার হাত শক্ত সাবলীল ও গতিশীল উবায়দুর রহমান খান নদভী তাঁদের প্রথম সারির একজন। দৈনিক ইনকিলাব ও মাসিক নেয়ামতসহ অনেক পত্রিকায় লেখালেখি ও সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। সুদীর্ঘ অভিজ্ঞতা ও বিস্তৃত অধ্যয়ন তার লেখার গতিকে করেছে আরও বেগবান।