অনুবাদক: মজনু শাহ্
বর্তমান যুগ হচ্ছে তথ্যপ্রযুক্তির যুগ। তথ্যপ্রযুক্তি যেমন আমাদের শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসায়-বাণিজ্য, সংস্কৃতিসহ দৈনন্দিন জীবনে এনেছে বিস্ময়কর গতি, যোগ করেছে নতুন মাত্রা, তেমনি এর সঙ্গে যোগ করেছে একটি নতুন বিড়ম্বনা। আর এর নাম হলো ‘হ্যাকিং’। কিছু অসাধু ব্যক্তি প্রযুক্তির নিরাপত্তাজনিত কিছু দুর্বলতাকে কাজে লাগিয়ে ঢুকে পড়েছে কারও কোনো গোপন তথ্য ভাণ্ডারে। চুরি করছে মূল্যবান সব তথ্য ও হাতিয়ে নিচ্ছে টাকা বা অর্থ। ফলে এর ব্যবহারকারীগণ পড়ছেন চরম বিড়ম্বনায়। এ বিড়ম্বনার থেকে বাঁচতে তথ্য ও অর্থকে রক্ষা করতে আছে প্রতিরোধ ব্যবস্থা। আর এটিকে সফলভাবে সম্পন্ন করা যেতে পারে যে প্রক্রিয়ায় সেটিও হলো হ্যাকিং। এটি হলো বৈধ বা নৈতিক হ্যাকিং।
আর এ উভয় হ্যাকিং এর জন্য চাই কৌশল। কৌশল শিখতে চাই এ সংক্রান্ত শিক্ষা ও অর্জন করা চাই জ্ঞান। তথ্য প্রযুক্তির নানা তথ্য, বিশেষ করে বিভিন্ন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সম্পর্কে লেখা এই বইটি।