হিংসায় পড়ে মানুষ কী না করতে পারে- এ গল্পে তা-ই দেখা যায়। লোভ-লালসা-হিংসা মানুষকে কেমন অমানুষ করে দেয়Ñকাবিল তার উত্তম উদাহরণ। এই গল্পে যে শিক্ষা পাই তা হলো-রাগের মাথায় কোনো অন্যায় করতে হয় না। হিংসা ধ্বংস ডেকে আনে। সব সময় লোভ-লালসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। কখনো কোনো পাপ কাজ করব না এবং পাপ কাজের সূচনাকারীও হব না।