হানাহানি, মারামারি ও যুদ্ধে লিপ্ত চিরশত্রু দুটি গোত্র কীভাবে এক হয়ে পরম বন্ধু বনে যায়, তার চমৎকার বর্ণনা রয়েছে এই গল্পে। এই কাহিনি পড়ে আমরা সর্বদা মিলেমিশে চলার শিক্ষা পাই। নিজেদের মধ্যে বিভেদ শত্রুদের সুযোগ তৈরি করে দেয় এবং শত্রুরা তাদের সুবিধার জন্য সব সময় এই বিভেদের মধ্যে সবাইকে রাখতে চায়। অপরদিকে ইসলাম একে অপরকে ভাই-ভাই করে দেয়।