“মানুষের গল্প” বইয়ের ফ্ল্যাপের লেখা:
গল্প বলা খুব কঠিন একটা কাজ। খুব মানুষই এটা পারেন। আমরা সাধারণ মানুষ যখন একটা গাছ, পাথর কিংবা লতাপাতা দেখি, সেটা আমাদের কাছে গাছ, পাথর কিংবা লতা-পাতাই। কিন্তু বিভূতিভূষণ যখন ঠিক সেই একই গাছপাতা দেখেন, তখন সেটা হয়ে যায় স্বপ্ন ও বাস্তবতার মাঝামাঝি এক অসাধারণ গল্প। আমরা আড্ডা দিতে, একা একা রাস্তায় হেঁটে বেড়াতে। সেই ছেলেটিকেই যখন হুমায়ুন আহমেদ দেখেন, সেটা হয়ে যায় সমাজ বাস্তবতার এক রুদ্ধশ্বাস গল্প। হোমার কিংবা হুমায়ুন আহমেদরাই যে কেবল গল্প বলেন- তা নয়। প্রতিটি সফল মানুষিই আমাদের গল্প বলে চলেছেন। ধর্ম বলেন, রাজনীতি কিংবা ব্যবসা-সকল ক্ষেত্রেই সফল মানুষেরা একজন বড় গল্পকার। আমাদের বেঁচে থাকার অক্সিজেন বর্ণহীন, গন্ধহীন, স্বদহীন কোনো গ্যাস নয়, আমাদের বেঁচে থাকার অক্সিজেন এই গল্পগুলোই। এই গল্পগুলো নিয়েই আমাদের মানুষের গল্প।