অনুবাদক: ফজলে রাব্বি
কিছু কিছু মানুষের অহমিকা এতো বেশি যে তারা হয় বিয়েবাড়ির কনে হতে চায় অথবা শবযাত্রার লাশ হতে চায়। মানে সকল কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু হতে আগ্রহী। তারা মনে করে অন্য সকলেই বেঁচে আছে কেবল তাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য সহযোগিতা করার জন্য। এডলফ হিটলারও ছিলেন এমন এক ব্যক্তি। ইতিহাসবিদ রবার্ট জি. এল. ওয়েটের মতে, হিটলার একবার গাড়ির চালকের জন্য বিজ্ঞাপন দেয়। তার একজন দক্ষ ড্রাইভার দরকার। চাকরির জন্য সে ত্রিশজন প্রার্থীর সাক্ষাৎকার নেয়। সে সবচেয়ে খাটো লোককে নিয়োগ দেয় এবং বাকি জীবন সেই ড্রাইভারই হিটলারের গাড়ির চালক ছিল। লোকটি এতোই খাটো ছিল যে তার ড্রাইভিং সিটের নিচে টুল দিতে হত যাতে করে সে স্টিয়ারিং উইলের উপর গ্লাস দিয়ে বাইরে দেখতে পায়। হিটলার এমন বহু লোককে ব্যবহার করেছে যাতে করে তাদের তুলনায় তাকে বড়ো ও বিরাট কিছু মনে হয়। একজন ব্যক্তি যদি কেবল নিজের ব্যাপারে চিন্তা করে, সারাদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, তবে সে কখনোই অন্যদেরকে উন্নত ও সমৃদ্ধ করতে পারে না।