রঙিন ছবি শিশুদের মনে অনেক বড়ো প্রভাব ফেলে। একটা ছবি অনেক সময় গুরুত্বপূর্ণ শিক্ষার কারণ হয়ে দাঁড়াতে পারে। এই ছবির খেলা দেখিয়ে কোমলমতি শিশুদের বিভ্রান্ত করার কাজটা ইসলাম-বিদ্বেষীরা বেশ ভালোভাবেই বেছে নিয়েছে। সে যাই হোক। আমরা ছেলেবেলায় কার্টুনের বদলে ঈমান ও ইসলাম-বিষয়ক শিশুতোষ বই খুঁজে বেড়িয়েছি। কিন্তু মনোমতো কোনো বই পাইনি। ছেলেবেলায় আমরা যে জিনিসটার অভাব অনুভব করেছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের ক্ষেত্রে যেন তা না হয়, সে লক্ষ্যেই সমর্পণের এই ক্ষুদ্র প্রচেষ্টা—“সমপর্ণ ইশকুল” প্যাকেজ।
এতে ৪ থেকে ৮ বছরের বাচ্চাদের তিনটি বই থাকছে:
(১) এসো ঈমান শিখি
(২) আদব যদি শিখতে চাও
(৩) জানবে যদি মজার জিনিস