আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং শব্দ দুটি এখন যথেষ্ট পরিচিত। সাম্প্রতিক কালে অসংখ্য ওয়েবসাইট ডেভেলপার, গ্রাফিক্স ডিজাইনার, রাইটার, মার্কেটার বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে সাফল্যের সঙ্গে কাজ করেছেন। অনেকে আবার নতুন ফ্রিল্যান্সার হিসেবে মার্কেটে ঢোকার চেষ্টায় আছেন।
পেশা হিসেবে আউটসোর্সিংকে পার্টটাইম বা ফুলটাইম দু’ভাবেই নিতে পারেন। যেভাবেই নেন না কেন, এর পেছনে অনেক সময় দিতে হবে। তবে কাজ শিখে দক্ষ হয়ে গেলে আর হোঁচট খাওয়ার ভয় থাকবে না। এই বইয়ের উদ্দেশ্য নবাগতদের কিছু তথ্য দিয়ে সহযোগিতা ও সতর্ক করা।
এছাড়াও কম্পিউটার ও অন্তর্জাল আমরা সবই কম-বেশি ব্যবহার করি এবং প্রায়শ নানান সমস্যায় পড়ে যাই। খুঁটিনাটি সমস্যায় হাতের কাছে একটা সমাধান-গ্রন্থ থাকলে নিশ্চয় মন্দ হয় না। সেই ভাবনা থেকেই এই বইয়ের আত্মপ্রকাশ। বইটি শুধু পাঠ্য নয়, অবশ্যই সংগ্রহে রাখার মতো।