স্বাধীন বাংলাদেশের বয়স চল্লিশের কাছাকাছি। এই চার দশক যে কোন একটি দেশের জন্য একেবারে কম সময় নয়। এই চার দশকে আমাদের প্রাপ্তি কী?
বাংলাদেশের নিরাপত্তা ধারণায় ব্যাপক পরিবর্তন এসেছে। সামরিক আগ্রাসন এখন আর কোনো দেশের নিরাপত্তার প্রতি তেমন হুমকিস্বরূপ নয়। বরং জলবায়ু পরিবর্তন, জ্বালানি, খাদ্য, পানি এবং সেই সাথে মানবিক নিরাপত্তা একটি দেশের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ঠেলে দিতে পারে। এসবই হচ্ছে নিরাপত্তার অপ্রচলিত ধারণা। একসময় মানুষ এই অপ্রচলিত ধারণাকে বেশি গুরুত্ব দিত না। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এই অপ্রচলিত ধারণাসমূহ গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে নিরাপত্তার এই অপ্রচলিত ধারণাসমূহ যথেষ্ট গুরুত্বের দাবি রাখে। বিশেষ করে বৈশ্বকি উষ্ণতা বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশের সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়া ও সেই সাথে সমুদ্রের একটা অংশ সমুদ্রে হারিয়ে যাওয়া, গ্যাসের রিজার্ভ ফুরিয়ে যাওয়া, সীমান্তের অপরপার থেকে পানি প্রত্যাহার করে নেয়া ও সর্বোপরি দরিদ্রতা বৃদ্ধি পাওয়া বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুরেছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই গ্রন্থটি রচনা করা হয়েছে। গ্রন্থটি নীতিনির্ধারক ও আন্তর্জাতিক সম্পর্ক তথা রাজনীতি বিজ্ঞানের ছাত্রদের চিন্তার খোরাক জোগাবে।