কুর’আন প্রথমত, ইয়াজুজ-মাজুজকে ‘বৈশ্বিক ফাসাদ’ -এর সাথে সম্পৃক্ত করেছে, যার মানে দাঁড়াচ্ছে : তাদের দ্বারা সমগ্র বিশ্ব ফাসাদে ভরে যাবে। কোনো কিছুই তাদের ‘বৈশ্বিক ফাসাদ’ থেকে রেহাই পাবে না। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ল বিষয় হচ্ছে : কুর’আন ইয়াজুজ-মাজুজকে একটি ধ্বসংপ্রাপ্ত শহর, সেখানের অধিবাসী এবং সেখানে তাদের পুনঃপ্রত্যাবর্তনের সাথে সম্পৃক্ত করেছে। এই দুটো বিষয় এবং এদের সাথে জড়িত আরও নানা ঐতিহাসিক তথ্য-প্রমানের আলোকে বইটিতে ইয়াজুজ ও মাজুজ নিয়ে বস্তুনিষ্ঠ গবেষণা উপস্থাপন করা হয়েছে। বইটি গবেষণা ধর্মী এবং এতে উত্থাপিত তথ্য সম্মানিত লেখক গবেষণা হিসেবে উপস্থাপন করেছেন, তাতে বুলভ্রান্তি হওয়া অস্বাভাবিক নয়। গবেষণা কর্মকে উৎসাহিত করার মানসেই আমরা এই বইটি প্রকাশের উদ্যোগ নিয়েছি। আশা করি, এই বইটি পাঠকগণের চিন্তার জাগতে ইতিবাচক দাগ কাটতে সক্ষম হবে।