কবরের কথা শুনলে মানুষের মাঝে খাদা ভীতি সঞ্চারিত হয়। দিল কোমল হয়, বিগলিত হয় মানুষের মন-প্রাণ। আর মন বিগলিত হলে ধর্মে-কর্মে মানুষ উৎসাহী হয়। বিশেষ করে কবরের আযাবের বর্ণনা শুনলে মানুষ হিদায়াতের পথে আসবে। আর এ অধমসহ উম্মতে মুহাম্মাদির হেদায়েতের লক্ষ্যে এ কিতাবের অনুবাদ প্রয়াস।